skitto sim price স্কিটো সিমের দাম কত, স্কিটো কি?
Skitto sim price 2020 কত ? স্কিটো সিমের দাম কত, স্কিটো কি এই সম্পর্কে অনেকের প্রশ্ন থাকে।স্কিটো সিমে কল রেট অফার, স্কিটো ইন্টারনেট অফার এবং এসএমএস অফার সমূহ দেশের অন্যান্য সিম থেকে আলাদা।
স্কিটো কি ?
গ্রামীনফোন কোম্পানির রেগুলার সিম থেকে একটু আলাদা একটি সিম হল স্কিটো । বাংলাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীনফোন তাদের কাস্টমার দের ইন্টারনেট ব্যাবহারকে আরও প্রাধান্য দিয়ে এই সিমটি বাজারে আনে ২ বছর আগে।
স্কিট্টো একটি নতুন প্রজন্মের সিম বলতে পারেন।এটি এমন ডিজিটালি ভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে সবকিছু সহজ । মিনিট , ইন্টারনেট অফার সমূহ ক্রয় করতে পারবেন এক ক্লিক করেই।
স্কিট্টো তাদের গ্রাহকদের বলে থাকে আমরা বিশ্বাস করি যেঃ
- সবকিছু সহজ হওয়া উচিত
- গ্রাহকরা যেভাবে ইন্টারেক্ট করে, তার উপায়টি পরিবর্তন করতে চাই সকল সারভিছ।
- একটি সুপার সিম্পল, সুন্দর অ্যাপ্লিকেশন
- আপনি কেবল একটি স্পর্শের সাহায্যে সমস্ত স্কিট্টো অফার নিয়ন্ত্রণ করতে পারেন।
skitto সিমের সুবিধা স্কিট্টো সিমে আপনি কি চাচ্ছেন
- কল রেট অফার চাচ্ছেন ,
- ইন্ডেটারনেট ডেটা প্যাক,
- এসএমএস প্যাক,
- যে কোন প্যাক কিনুন না কেন,
- আপনার ইউএসএসডি ( USSD ) কোড প্রয়োজন নাই ।
- স্কিট্টো সিম থাকলে অন্তহীন জঙ্গলে হারিয়ে যেতে হবে না, জানলে স্কিট্টো “দারুন_অফার্স” ।
- স্কিট্টো নতুন সিমের দাম” সম্পর্কে জানাবো।সেপ্টেম্বর ২০২০ জিপি স্কিট্টো সিমের দাম বেড়ে যায় । পূর্বে অফিসিয়ালি ১১০ টাকায় এখন স্কিট্টো নতুন সিমের দাম ২২০ টাকা । আন-অফিসিয়ালি যারা স্কিট্টো সিম বিক্রি করেন তাদের দামের পার্থক্য রয়েছে ।
স্কিটো নতুন সিম অফার সম্পর্কে বিস্তারিত জানতে Pinikpai.com এ ঘুরে আসুন। এই ওয়েবসাইটে সব কিছু সুন্দর ভাবে দেওয়া আছে।
Leave a comment