বাংলালিংকে চলছে বন্ধ সিমের দারুন এক অফার। আপনার বন্ধ বাংলালিংক সংযোগটি চালু করে ফিরে এলেই উপভোগ করতে পারবেন সবচেয়ে লম্বা মেয়াদের প্যাক। ইন্টারনেট, মিনিট কিংবা কলরেট যা চান সবকিছুই পাবেন বেশি বেশি মেয়াদে। তাই দেরি না করে ফিরে আসুন বাংলালিংকে।
অফারের প্রাপ্রতা:
- অফারটি শুধু মাত্র বন্ধ থাকা বাংলালিংক সংযোগের জন্য প্রযোজ্য।
- আপনার সংযোগটি যদি ১লা এপ্রিল ২০১৯ থেকে বা তার আগে থেকে বন্ধ থেকে থাকে তাহলে আপনি বন্ধ সিমের অফারটি উপভোগ করতে পারবেন।
- আপনার সংযোগটি বন্ধ সিমের অফারের আওতাভূক্ত কিনা তা জানতে যে কোন বাংলালিংক নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বারটি টাইপ করে পাঠিযে দিন ৪৩৪৩ (ফ্রি) নাম্বারে।
এক্সট্রা ভ্যালিডিটি অফার:
এক্সট্রা ভ্যালিডিটি অফারের আওতায় পাচ্ছেন স্পেশাল ডাটা অফার, থাকছে স্পেশাল কলরেট অফার, এবং স্পেশাল মিনিট বান্ডেল। সবগুলো অফারের মেয়াদ বেশি বেশি।
স্পেশাল ডাটা অফার:
- ২ জিবি ইন্টারনেট ৪২ টাকা।
- সরাসরি ৪২ টাকা রির্চাজ করে অথবা *১৩২*৮৪২# ডায়াল করে গ্রাহকগণ ২ জিবি প্যাকটি অ্যাক্টিভেট করতে পারবেন।
- ২ জিবি ডাটা প্যাকের মেয়াদ ৭ দিন।
- ইন্টারনেট প্যাকের মেয়াদ এবং ব্যালেন্স চেক করতে গ্রাহককে *৫০০০*৫০০# ডায়াল করতে হবে।
স্পেশাল কলরেট অফার:
- স্পেশাল কলরেট অফারে গ্রাহক প্রতি মিনিট ৫৪ পয়সা রেটে যে কোন অপারেটরে কথা বলতে পারবেন।
- স্পেশাল কলরেট অফারটি চালূ করতে গ্রাহককে সরাসরি ৩৯ টাকা রিচার্জ করতে হবে।
- স্পেশাল কলরেট অফারের মেয়াদ ১৫ দিন।
- পুনরায় ৩৯ টাকা রিচার্জে মেয়াদ বাড়ানো যাবে।
- ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২৪# ডায়াল করতে হবে।
স্পেশাল মিনিট অফার:
- বন্ধ সংযোগে গ্রাহক ৭৫ মিনিট টক-টাইম উপভোগ করতে পারবেন ৪৩ টাকায়।
- মিনিট প্যাকটি অ্যাক্টিভেট করতে গ্রাহককে সরাসরি ৪৩ টাকা রিচার্জ করতে হবে অথবা *১৩২*৯৪৩# ডায়াল করতে হবে।
- মিনিট প্যাকের মেয়াদ ১৫ দিন।
- মিনিট ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২৪*৩০০# ডায়াল করতে হবে।
শর্তাবলী:
- বন্ধ সংযোগের গ্রাহকগণ কেবল মাত্র এই স্পেশাল অফারটি উপভোগ করতে পারবেন।
- আপনি এই অফারের আওতাভূক্ত কিনা তা জানতে বাংলালিংক নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে আপনার বন্ধ নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিতে হবে ৪৩৪৩ (ফ্রি) নাম্বারে।
- গ্রাহকগণ স্পেশাল কলরেট, ডাটা প্যাক এবং মিনিট প্যাক অফার চলাকালীন যতখূশি ততবার ক্রয় করতে পারবেন।
- একই প্যাক পুনরায় ক্রয় করলে প্যাকের সর্বোচ্চ মেয়াদ কার্যকর হবে।
- অব্যাবহৃত ডাট এবং মিনিট পুনরায় প্যাক অ্যাক্টিভেট করলে যোগ হবে।
- এই অফারে কোন অটো-রিনিউয়াল ফিচার নেই।
- এই অফার থেকে আন-সাবস্ক্রাইব করতে গ্রাহককে *১৬৬*২২০# ডায়াল করতে হবে।
- ভ্যাট, সম্পূরক শূল্ক ও সারচার্জ সংযুক্ত।
- পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।
প্রশ্ন ও উত্তর:
১. বন্ধ সিমের অফারটি কোন কোন সিমের জন্য প্রযোজ্য?
উত্তর: বন্ধ সিমের অফারটি শুধু মাত্র বাংলালিংক প্রিপেইড সংযোগের জন্য প্রযোজ্য।
২. এই অফারটি কাদের জন্য প্রযোজ্য?
উত্তর: যাদের সংযোগ ১লা এপ্রিল ২০১৯ থেকে বা তার আগে থেকে বন্ধ রয়েছে এই অফারটি তাদের জন্য প্রযোজ্য।
৩. অফারটি পাব কিনা কিভাবে চেক করব?
উত্তর: আপনি এই অফারের আওতাভূক্ত কিনা তা জানতে বাংলালিংক নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে আপনার বন্ধ নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিতে হবে ৪৩৪৩ (ফ্রি) নাম্বারে।
৪. অফারের প্যাক কতবার ক্রয় করা যাবে?
উত্তর: অফার চলাকালীন, আপনি যতখুশি ততবার এই প্যাকগুলো ক্রয় করতে পারবেন।
৫. অব্যাবহৃত ডাটা কি পরবর্তীতে যোগ হবে?
উত্তর: জ্বি, আপনার অব্যাবহৃত থাকা ডাটা পরবর্তীতে যোগ হবে।
৬. কিভাবে এই অফার থেকে আন-সাবস্ক্রাইব করব?
উত্তর: এই অফার থেকে আন-সাবস্ক্রাইব করতে আপনাকে *১৬৬*২২০# ডায়াল করতে হবে।
৭. অফারটি কত দিন চলবে?
উত্তর: পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।
প্রিয় পাঠক, আশা করি বাংলালিংক বন্ধ সিম অফার ২০১৯ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। কোন বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাতে পারেন। যে কোন বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেইজে।
ছবি কৃতজ্ঞতা: বাংলালিংক।
Leave a comment